টাঙ্গাইল বিজনেস সেন্টার
জানুয়ারি ২০২০ সালে প্রথম টাঙ্গাইল বিজনেস সেন্টার এর যাত্রা শুরু হয়।
টাঙ্গাইল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো দেশব্যাপী মান সম্পন্ন পণ্য ক্রেতা সাধারনের মাঝে পৌছে দেওয়া। হতে পারে সেটা Online অথবা Off Line (Showroom থেকে) সার্ভিস এর মাধ্যমে।
টাঙ্গাইল বিজনেস সেন্টার মূলত দুটো ভাগে তাদের কার্যক্রম শুরু করে। online এ টাঙ্গাইল তাঁত শাড়ির ব্যবসা এবং বিভিন্ন মাল্টিন্যশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের ডিলারশিপ ব্যবসা দিয়ে।
কেন টাঙ্গাইল বিজনেস সেন্টার?
দক্ষতা ও মান সম্মত পণ্য সঠিক দামে বাংলাদেশের সমস্ত ক্রেতা সাধারনের কাছে পৌছে দেওয়াই এক মাত্র লক্ষ। একটা প্রচলিত কথা আছে, জিনিস যেটা ভাল, দাম তার বেশি। আমরা এটাতে বিশ্বাসী নই। দ্রব্য মূল্যের উর্ধগতিতে আমরা ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করে থাকি।
আমরা যে সকল Brand এর পণ্যসমূহ সরবরাহ করে থাকি:
SINGER
SAMSUNG
HISENSE
HITACHI
TOSHIBA
TOSHIN
HAIER
beko
SONY
যে সকল ইলেকট্রনিক্স ব্যবসায়িগণ স্বল্প মূল্যে ইলেকট্রনিক্স পণ্য নিয়ে ব্যবসা করতে চান, তাদের সহজ সমাধান হতে পারে টাঙ্গাইল বিজনেস সেন্টার।